ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে। এসব রোহিঙ্গাদের কক্সবাজার নেয়ার কথা বলে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাটে নামিয়ে দিয়ে যায় দালাল ও নৌকার মাঝিরা।

আটকরা হলেন- খায়ের হোসেন, রাশেদা, খদিজা, মমিনা বেগম, ইউসুফ, সিদ্দিক, জুবাইদা, আবুল হায়েজ, শহীদ, তারেক, আরমান ও শিশু ওমায়ের।

আটক রোহিঙ্গারা জানায়, দালাল ও নৌকার মাঝিরা ১৭ হাজার টাকার চুক্তিতে তাদেরকে কক্সবাজারের উখিয়ায় দিয়ে আসার চুক্তি করে। কিন্তু শুক্রবার (১১ জুন) ভোরে কোম্পানীগঞ্জের চরএলাহীতে নামিয়ে দিয়ে দালালরা পালিয়ে যায়।

স্থানীয় আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, তাদের কতাবার্তায় সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দিই। পুলিশ তাদের আটক করে সঠিক তথ্য বের করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, কোম্পানীগঞ্জের নদী উপকূলীয় দুর্গম চরএলাহীর ৩ নম্বর ওয়ার্ডের নদীর ঘাট এলাকা থেকে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ