২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

 

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার রাতে এ সিদ্ধান্তের কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি আরও জানান পরীক্ষা পিছিয়ে দেয়ার পাশাপাশি প্রাথমিক আবেদনের সময়ও বাড়ানো হয়েছে। ২৫ জুন রাত ১২ টার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদন করতে পারবে।

কবে নাগাদ পরীক্ষা নেয়া হবে সে সিদ্ধান্ত নিতে সংক্রমণ পরিস্থিতির দিকে নজর রাখছে কর্তৃপক্ষ। এবার প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ