করোনায় কলেজ বন্ধ, রাজমিস্তির কাজে গিয়ে প্রাণ গেল ছাত্রের

করোনা প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে পরিবারে অর্থের যোগান দিতে রাজমিস্ত্রির কাজ শুরু করেন কলেজছাত্র মনির হাওলাদার (১৮)। কিন্তু বিদ্যুৎস্পৃষ্টে তিনি এখন না ফেরার দেশের যাত্রী। এঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১৪ জুন) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বহরপাড়া গ্রামে নির্মাণাধীন মুজিব কিল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হাওয়লাদার খানাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তিনি ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

মহিপুর থানার এসআই মো. রাসেল জানান, সকালে বড়হরপাড়ায় নির্মাণাধীন মুজিব কিল্লায় রাজমিস্ত্রির কাজ করতে যায় মনির। এসময় ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে গেলে অসাবধানবশতঃ বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ