হিলি স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাসহ করোনা আক্রান্ত ১৭

দিনাজপুরের সীমান্তবর্তী হিলি স্থলবন্দরে গত ৪৮ ঘণ্টায় কাস্টমস কর্মকর্তাসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৪ জন। এ সময়ের মধ্যে করোনায় মারা গেছেন একজন।

হিলির স্থানীয়রা জানায়, ভারতীয় ট্রাকচালকদের মাধ্যমে হিলিতে করোনা সংক্রামণ বেশি ছড়িয়ে পড়েছে। ভারতীয় ট্রাকচালকদের করোনা টেস্টের আওতায় আনা হলে হিলিতে সংক্রমণ কমে যাবে।

সোমবার (১৪ জুন) হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে। কাস্টমসের কর্মকর্তাসহ কয়েকজন করোনায় আক্রান্ত হলেও বন্দরের কাজ থেমে নেই। আমরা সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, হিলি স্থলবন্দরে যেভাবে স্বাস্থ্যবিধি মানা হয়, তা যথেষ্ট নয়। কারণ ভারতের ট্রাকচালকরা করোনার এন্টিজেন টেস্ট না করে হরহামেশা বন্দরে আসছে। এভাবে চললে তো করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ