এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী

এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা তা করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আমাদের কোনও পরিকল্পনাই কাজে আসছে না।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, আমরা পরীক্ষা নেয়ার চেষ্টা করে যাচ্ছি। আরও কিছুদিন আমরা অপেক্ষা করব। করোনার কারণে যদি এবারও পরীক্ষা নেয়া সম্ভব না হয়, তাহলে বিকল্প চিন্তা করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সব রকম পরিস্থিতি চিন্তা করেই আমাদের সম্ভাব্য সকল উপায় ঠিক করে রাখতে হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

 

টাইমস/এসএন

Share this news on: