জামালপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে সুমন মিয়া (২০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। তাকে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, আটক ভারতীয় নাগরিক সুমন মিয়ার বাড়ি জলপাইগুড়ি জেলার সদর থানার এসপসকারা গ্রামে। তার বাবার নাম তালেব মিয়া।

স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্তে এক অপরিচিত যুবক সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। পরে এলাকাবাসী তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। তবে বিজিবির পক্ষ থেকে তাকে গ্রহণ করা না হলে তাকে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

জামালপুর বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির বলেন, কামালপুর বাজার থেকে স্থানীয়রা সোমবার রাত ১২টার দিকে ওই ভারতীয়কে আটক করে। সে কারণে এ বিষয়ে পুলিশই ব্যবস্থা নেবে।

এব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল গণমাধ্যমকে বলেন, এটি সীমান্তের বিষয়। বিজিবি আটক করে থানায় দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: