গাজীপুরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ট্রাক ভাংচুরসহ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। বুধবার (১৬ জুন) সকালে কোনাবাড়ী থানাধীন আমবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী পোশাক শ্রমিক ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার নাজমুল ইসলামের স্ত্রী কোহিনুর আক্তার (৩২)।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, স্থানীয় আমবাগ এলাকায় তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন কোহিনুর আক্তার। আর চাকরি করতেন স্থানীয় তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায়। সকালে হেঁটে কারখানায় যাওয়ার পথে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনূর নিহত হন।

এ সময় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর করে এবং আমবাগ-সকাশ্বর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক জব্দ করা হলেও চালক ঘটনার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

টাইমস/এসজে

Share this news on: