জেরুজালেমে কট্টর ইহুদিদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত

ফিলিস্তিনিদের কঠোর আপত্তি সত্ত্বেও মঙ্গলবার পবিত্র নগরী জেরুজালেমে পতাকা মিছিল করেছে কট্টর ইহুদিরা। এ সময় ইহুদি জাতীয়তাবাদীদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত হয়েছেন।

দ্য ডনের খবরে বলা হয়েছে, ইসরাইলি নতুন সরকার ক্ষমতায় বসার দিনই জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের বিমান হামলাও চালিয়েছে ইসরাইলি সেনারা।

এর আগে গত বৃহস্পতিবার কট্টরপন্থী ইহুদিরা মিছিল বের করার চেষ্টা করলে নেতানিয়াহুর সরকার কট্টরপন্থিদের তখন অনুমতি দেননি। কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসেই বিতর্কিত ওই পতাকা মিছিলের অনুমতি দিয়েছে। এ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে মঙ্গলবারের হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ডন। এসময় আরও ১৭ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের পুলিশ। এ নিয়ে জেরুজালেমে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ