লকডাউনের মেয়াদ বাড়ল এক মাস

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে চলমান লকাডাউনের মেয়াদ ফের বাড়িয়েছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৫ জুলাই পর্যন্ত লকডাউন চলবে।

বুধবার (১৬ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৬ জুন লকডাউনের মেয়াদ ১০ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই হিসেবে আজ বুধবার (১৬ জুন) রাতে লকডাউন শেষ হবে।

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় একের পর এক লকডাউনের মেয়াদ বৃদ্ধি করছে সরকার। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন‘ ঘোষণা করে সরকার।

 

টাইমস/এসএন

Share this news on: