অনলাইনে পাঠদানের জন্য টিভি চ্যানেল চালুর পরিকল্পনা

সারাবছর অনলাইনে ছাত্রছাত্রীদের শ্রেণিপাঠ দেয়ার জন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর চিন্তা করছে করছে সরকার। বৃহস্পতিবার (১৭ জুন) শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় সংসদে এ কথা জানান।

তিনি বলেন, সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে তার জন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসের টিকা দেয়া হবে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়ার পর হলগুলো খুলে দেয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস শুরু হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ