বগুড়ায় বাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত

বগুড়ার মহাস্থানগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৯ জুন) সকাল ৮টায় বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রী নিহত হন। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে ও শিবগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে সহযোগিতা করেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

 

টাইমস/এসজে

 

Share this news on:

সর্বশেষ