রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন ১০ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (২০ জুন) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার (১৯জুন) সকাল ৯টা থেকে রোববার (২০ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নওগাঁর একজন মারা গেছেন।

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৫৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৮১৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

 

টাইমস/এসজে

Share this news on: