ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহের ভালুকা কাভার্ডভ্যানের চাপায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, হেলপার ও হেলপারের এক ভাতিজা নিহত হয়েছেন। রোববার (২০ জুন) রাত ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার লবণকোঠা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক জেলার ফুলপুরের আমুরাকান্দা গ্রামের কাউসার গাজীর ছেলে শাহ আলম গাজী (৫৭), চালকের সহকারী ঝালকাঠির সদর উপজেলার কেয়ামতনগর গ্রামের আব্দুল মালেক মাঝির ছেলে রবিউল মাঝি (২৫) ও ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে রাব্বী মিয়া (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, ‘ঢাকা থেকে গো-খাদ্যবোঝাই ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। তাই মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এসে ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। পরে গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি।

 

টাইমস/এসজে

Share this news on: