সাত জেলায় কঠোর লকডাউন, বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হল, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী।

সোমবার (২১ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ জুন পর্যন্ত রাজধানীর আশেপাশের সাত জেলায় সবধরণের পরিবহন বন্ধ থাকবে। শুধুমাত্র পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে। মঙ্গলবার (২২ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

টাইমস/এসএন

Share this news on: