রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার পেয়ারাবাগ রেলগেট এলাকায় মোহাম্মদ জিহানুল আলিম (৫৫) নামে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় রহস্যজনক দাঁগ দেখা গিয়েছে বলে জানা গেছে। তবে তার পরিবার দাবি করেছে, জিহানুল আত্মহত্যা করেছেন। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার এসআই মো. ইদ্রিস গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জিহানুল আলিম। তার পরিবার জানিয়েছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জিহানুল আলিমের গ্রামের বাড়ি পিরোজপুর। মগবাজার পেয়ারাবাগ রেলগেট এলাকার ৫৮১ নম্বর বাসার চতুর্থ তলায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।

এদিকে জিহানুল আলমের স্ত্রী ফারহানা আলিম গণমাধ্যমকে বলেন, আমার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান গণমাধ্যমকে জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: