এবার মহাকাশে যাবে পর্যটক (ভিডিও)

মহাকাশে পর্যটক নেয়ার অনুমতি পেয়েছে বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসনের মহাকাশ সংস্থা ‘ভার্জিন গ্যালাটিক’। যুক্তরাষ্ট্রের প্লেন চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে শুক্রবার অনুমতি পাওয়ার কথা জানিয়েছে ভার্জিন গ্যালাটিক।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ভার্জিন গ্যালাটিকের মহাকাশযান নিউ ম্যাক্সিকো থেকে মে মাসে মানুষসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এ মহাকাশ সংস্থার স্পেসশিপ টু মহাকাশযানে ৬ জন যাত্রী মহাকাশে যেতে পারবেন।

ভার্জিন গ্যালাটিক ছাড়াও জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’ এবং অ্যালন মাস্কের স্পেসএক্স পর্যকটদের মহাকাশ ভ্রমণে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভার্জিন গ্যালাটিকের সিইও মাইকেল কলগ্লাজিয়ের এক বিবৃতিতে বলেন, এফএএর অনুমতি আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা এই গ্রীষ্মে ক্রুসহ আমাদের প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি।

 

টাইমস/এসএন

Share this news on: