লকডাউন’-এর দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়াঘাটে জনস্রোত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ‘লকডাউন’-এর দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে যেন জনস্রোত। গণপরিবহণ না থাকায় ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে নানাভাবে ভেঙে ভেঙে শিমুলিয়ায় ভিড় করছেন মানুষ। ফেরিতে গাদাগাদি করে তারা চলেছেন দক্ষিণের জেলাগুলোতে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট ও আশপাশের এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের স্বাস্থ্যবিধি-সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। অনেক যাত্রীই মাস্কও পরছেন না।

এদিকে, শিমুলিয়াঘাট ঘাট ও ঘাটের প্রবেশ সড়কগুলোতে আজও আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। লকডাউনে রিকশা ও জরুরি গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে সিএনজি ও ব্যক্তিগত গাড়িতে করে যাত্রীদের যেতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ৫০০ গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে।

 

টাইমস/এসজে

Share this news on: