ঝিনাইদহে ২৪ ঘন্টায় মৃত্যু ৭, নতুন আক্রান্ত ৯৩

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা এবং উপুসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন এবং বাকিরা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ।

তিনি জানান, মৃতদের মধ্যে সদর হাসাপাতালে ১ জন, শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামে ১ জন ও মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে ১জন করোনায় মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ৩ জন ও কোটচাঁদপুরে ১ জন মারা গেছেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ১৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯৩ জন। পরীক্ষা অনুপাতে আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮।

এদিকে প্রশাসনের জারি করা সর্বাত্মক লকডাউন আংশিক পালিত হচ্ছে। জেলা শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে ইজিবাইক নসিমন করিমন, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের চাপ বেড়েছে। গ্রামাঞ্চলের হাটবাজারে মানুষের ভীড় লেগেই আছে।

 
টাইমস/এসজে

Share this news on: