চীন থেকে প্রথম ধাপে আসছে ২০ লাখ ডোজ টিকা

চীনের সিনোফার্ম থেকে প্রথম ধাপে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা আসছে। বাংলাদেশে পাঠানোর জন্য এসব টিকা চীনের রাজধানী বেইজিংয়ে প্রস্তুত করা হচ্ছে।

বুধবার (৩০ জুন) ঢাকাস্থ চীনা দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুক পোস্টে জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ সরকারের কেনা প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) টিকা বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ সামাল দিতে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান।

 

টাইমস/এসএন

Share this news on: