কিউবায় সরকারবিরোধী বিক্ষোভের জেরে গ্রেপ্তার

সরকারবিরোধী বিরল বিক্ষোভের পরদিন সোমবার কিউবার রাজধানী হাভানাসহ বিভিন্ন শহরের সড়ক শান্ত থাকতে দেখা গেছে। এদিকে কিউবায় সরকারবিরোধী এই বিক্ষোভের জেরে অন্তত ১০০ ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযোগ পাওয়া গেছে। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গত রোববার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কিউবা। দেশটিতে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁরা প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের পদত্যাগ দাবি করেন। কয়েক দশকের মধ্যে এটাই ছিল কিউবায় সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কিউবায় রোববারের উত্তাল পরিস্থিতি সোমবার দেখা যায়নি। সোমবার দেশটির রাজধানী হাভানাসহ বিভিন্ন শহরের সড়ক শান্ত ও স্বাভাবিক দেখা গেছে। তবে সড়কে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

Share this news on: