লকডাউনের শেষদিনে প্রচণ্ড যানজট

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিনে মানুষ যেন ঘর থেকে বের হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চলাচল বেড়েছে। যানবাহনের চাপে কোথাও কোথায় জট সৃষ্টি হয়েছে। অলিগলিতে খুলেছে দোকানপাট। উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বাইরে বেরিয়ে পড়েছে।

একদিকে যানবাহনের চাপ অন্যদিকে বিভিন্ন চেকপোষ্টে পুলিশের নজরদারির কারণে যানজট দীর্ঘ হচ্ছে।

এদিকে কঠোর বিধিনিষেধ অমান্যের দায়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৫৫২ জনকে আটক করে। এ ছাড়া একই সময় পর্যন্ত ৬৯৬টি গাড়িকে জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। এ সময় মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


Share this news on:

সর্বশেষ