তালেবান আতঙ্কে কান্দাহার ছাড়ছে আফগানিরা

আফগানিস্তানের কান্দাহারের বাসিন্দা কায়সার সামা পরিবারসহ পালিয়ে গেছেন রাজধানী কাবুলে। আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে কায়সার অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার প্রায় দখলে নিয়েছে তালেবান। ফলে সেখানে বসবাস করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভয়ে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।

শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ছাড়া মার্কেটে যাওয়া বিপদ। বেশিরভাগ দোকানপাট বন্ধ। বলা যায়, সাধারণ মানুষের জীবনযাত্রা থেমে গেছে সেখানে।’

আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহার ঘোষণা করার পর শক্তিশালী হয়ে ওঠে তালেবান। কয়েক মাসের মধ্যে আফগানিস্তানের সীমান্ত এলাকাগুলো দখলে নেয় তারা।

এরপর ধীরে ধীরে অগ্রসর হতে থাকে শহর দখলের জন্য। মার্কিন প্রশাসন সেনা প্রত্যাহার শুরু করার পরপরই আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয় তালেবানের আধিপত্য বিস্তার নিয়ে।

দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। ভয় আর আতঙ্কে এ পর্যন্ত ভিটে ছাড়া হয়েছেন দেড় লাখের মতো মানুষ।

Share this news on: