সোনালী আঁশের মুনাফা কমেছে

চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (২০১৮ সালের জুলাই-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের মুনাফা আগের বছরের তুলনায় কমে অর্ধেকে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ৩২ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে ২০ পয়সা। 

দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সোনালী আঁশ শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪০ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৩৬ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৮ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৬ টাকা ৩০ পয়সা; যা ২০১৮ সালের ৩০ জুন শেষে ছিল ২২৫ টাকা ৯০ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ১৭ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৪১ টাকা ১৬ পয়সা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ