দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে : হানিফ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অকারণে অহেতুক বিতর্ক তুলে দেশের মধ্যে আবার একটি অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ। 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উল-আলম হানিফ বলেন, যারা একাত্তরে দোসর, তার আবার নতুনভাবে ষড়যন্ত্র তৈরি করছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অকারণে অহেতুক বিতর্ক তুলে দেশের মধ্যে আবার একটি অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। নির্বাচন হয়ে গেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এ বিজয় ছিল প্রত্যাশিত। আওয়ামী লীগ যে এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করবে এটি দেশবাসী জানতো, বিশ্ববাসীও জানতো।

হানিফ বলেন, জাতির কাছে বলার মতো তাদের (বিএনপি) কিছু নেই। কারণ, যে দলের শীর্ষ নেতা-নেত্রী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে এবং বিদেশে পলাতক থাকে -সেই দলের দেশের জনগণের জন্য কথা বলার আর কোনো নৈতিক অধিকারই থাকতে পারে না। তাদের কোনো কথা নেই, ইস্যু নেই, ইস্যু এখন নির্বাচন।

তিনি বলেন, তারপরও যারা ক্ষমতায় থাকতে দেশকে কোনো কিছু দিতে পারে নাই, ক্ষমতায় থাকতে যারা দেশকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল, ক্ষমতার বাইরে থেকেও যারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করেছিল, সেই সমস্ত রাজনীতিবিদরা তাদের অস্তিত্ব রক্ষা করতে এখন নির্বাচনী বিভিন্ন সময় কথা বলে যাচ্ছে।

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচনে তফসিল ঘোষিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে বিবেচিত। এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্য। সেই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। আশা করছি, এ নির্বাচনে যত ছাত্র সংগঠন আছে তারা সবাই অংশ নেবে।

স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ