আফগানিস্তানে ‘জনগণের সরকার’ হলে মেনে নেবে বাংলাদেশ

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানরা যে সরকার গঠন করবে, তা বাংলাদেশও মেনে নেবে।
তিনি বলেন, ‘আমরা জনতার সরকারে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করি। সে দেশের মানুষের যেটা ইচ্ছা, তারা যে সরকার গঠন করে, তাতে আমরা বিশ্বাস করবো। বাংলাদেশের সব সরকারের সাথে বন্ধুত্ব। যে সরকারই আমাদের থেকে সাহায্য-সহযোগিতা চাইবে, আমরা তাদের সাহায্য-সহায়তা দেব।’
সোমবার (১৬ আগস্ট) ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অবস্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তালেবান ক্ষমতা দখল করায় ঢাকার সঙ্গে কাবুলের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি-না জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘আফগানিস্তান সার্কের সদস্য, আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা চাই তাদেরও উন্নতি হোক। আমরা সবাইকে নিয়ে সবার উন্নয়ন করতে চাই। নতুন যে সরকারই আসুক, সেটা যদি জনগণের সরকার হয়, তাহলে আমরা তাকে গ্রহণ করবো।’




Share this news on: