ইলিশের সরবরাহ বাড়ায় দামে স্বস্তি, সরাসরি

ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে। চাঁদপুর, বরিশাল ও কক্সবাজার থেকে বিভিন্ন ওজনের ইলিশ আসছে ঢাকার কাওরান বাজারের মাছের আড়তে।

সকালে রাজধানীর কারওয়ান বাজার পাইকারি মাছের আড়তে এক কেজি ওজনের ইলিশ ৮০০ থেকে ৮৫০ টাকা করে বিক্রি হয়। আর মাঝারি আকারের ৮০০ গ্রাম ওজনের একেকটি ইলিশের দাম ছিল ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা।

৫০০ গ্রাম ওজনের ইলিশ ৪৩০ থেকে ৪৮০ টাকা, ছোট ইলিশ বিক্রি হয় প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায়। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হয় এক হাজার টাকা। আর এক কেজি ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছিল এক হাজার ১০০ থেকে এক হাজার ১৫০ টাকা কেজিতে।

গত বছরের তুলনায় এবার ইলিশের সরবরাহ কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

Share this news on: