দুই মন্ত্রণালয়ের জরুরি বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে যৌথ বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছাড়াও করোনা পরিস্থিতি পর্যালোচনা, শিক্ষক-শিক্ষার্থীদের টিকাদানসহ বিগত দুই বছরে শিক্ষার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেয়া একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী শনি অথবা রোববার সংবাদ সম্মেলন করে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Share this news on: