ই-অরেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ

ক্রেতাদের মোটরসাইকেল বা সমমূল্যের রিফান্ড দাবিতে ই-কমার্স সাইট ই-অরেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ হচ্ছে। গ্রাহকরা শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে সাইটটির অফিসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন।

শতাধিক গ্রাহকের বিক্ষোভে গুলশানের ১৩৬/১৩৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তারা বিক্ষোভ মিছিলের সঙ্গে মোটরসাইকেলে করে গুলশানের বিভিন্ন সড়কে শোডাউনও করছেন। ফাহিম নামের এক গ্রাহক বলেন, ‘আমাদের প্রত্যেকে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি। এগুলো কীভাবে ফেরত পাব তা নিশ্চিতভাবে বলা হচ্ছে না। ‘(আমি) ই-অরেঞ্জের একজন ভুক্তভোগী গ্রাহক। ইঅরেঞ্জ ডট শপ লাখো গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।’

Share this news on:

সর্বশেষ