ভয়াবহ রুপে ডেঙ্গু, একদিনে আক্রান্ত আরও ২৬৭

রাজধানীসহ সারাদেশেই ভয়াবহ রুপ নিয়েছে প্রাণঘাতী ডেঙ্গু। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ডেঙ্গির প্রাদুর্ভাব। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১৭ জন ও ঢাকার বাইরে ৫০ জনসহ মোট ২৬৭ জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ডেঙ্গু নিয়ে সতর্কতা জোরদারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় দুই হাজার ডেঙ্গি আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২০ জন।

Share this news on: