জামায়াতকে ক্ষমা চাওয়ার পরামর্শে যা বললেন ওবায়দুল কাদের

জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দল থেকে পদত্যাগ ও মুক্তিযুদ্ধের সময়  তার দলের ভূমিকা নিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার যে পরামর্শ দিয়েছেন সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমার চাওয়ার পরই বিষয়টি নিয়ে আমরা ভাববো।’

শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের জানান, ক্ষমা চাওয়ার পরই বিষয়টি নিয়ে ভাববেন তারা। আর জামায়াতের নিষিদ্ধের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি একাত্তরে দলটির বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিএনপি দলীয় সিদ্ধান্ত নিলেও দলটির স্থানীয় পর্যায়ের নেতারা তা মানবেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন তিনি।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের বর্ষপূর্তি আজ। এ দিনে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই কেন এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষের মেমোরি এত শর্ট না। মানুষ মনে রেখেছে। তারা (বিএনপি) যখন নির্বাচনে জালিয়াতি আর কারচুপির কথা বলে, বিনা প্রতিদ্বন্দ্বিতার কথা বলে, তখন তারা ভুলে যায় যে তারাও এ দেশে ১৫ ফেব্রুয়ারি জালিয়াতির নির্বাচন করেছে।

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মতো প্রহসনমূলক নির্বাচন আর বাংলাদেশে হয়নি। কাজেই ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করার কলঙ্কে যারা কলঙ্কিত, তাদের মুখে কোনো নির্বাচনের শুচিতা, সুষ্ঠু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা কি উচিত?

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ অন্যরা।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ