সশরীরে পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

গতবছর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ, খুলেনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও। এতে মারাত্মক সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। এ সেশন জট মোকাবেলা করতে বৃহস্পতিবার স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

পরীক্ষার সময় আশানুরূপ স্বাস্থ্যবিধি মানা হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ জানান, শিক্ষার্থীদের সম্মতিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৫০ থেকে ৭০ জন শিক্ষার্থীকে শারিরীক দূরত্ব বজায় রেখে দুটি রুমে বসিয়ে পরীক্ষা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Share this news on: