অতিবৃষ্টি ও টর্নেডোতে যুক্তরাষ্ট্রে ৪৬ জনের মৃত্যু

অতিবৃষ্টি ও হ্যারিকেন আইদার প্রভাবে রেকর্ডভাঙা বৃষ্টির কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৬ জনে দাঁড়িয়েছে।

কেবল নিউ জার্সিতেই মারা গেছে অন্তত ২৩ জন। এছাড়া নিউইয়র্ক, পেনসিলভ্যানিয়াতেও অনেক লোক প্রাণ হারিয়েছে।

নিউইয়র্ক ও নিউ জার্সিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করে গভর্নর বিল ডি ব্লাসিও বলেন, আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। শহরজুড়ে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট বিপজ্জনক হয়ে উঠেছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই বিপর্যয়কে ‘জীবন-মৃত্যুর সংকট’ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পুরো যুক্তরাষ্ট্রজুড়েই পরিবেশগত নানা বিপর্যয় অব্যাহত রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোাগ মোকাবিলায় ‘ঐতিহাসিক বিনিয়োগ’ প্রয়োজন হবে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাবওয়ে স্টেশন এবং মানুষের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় আট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। 

নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। 

গত রোববার ক্যাটাগরি-৪ এর হ্যারিকেন আইডা লুইজিয়ানায় আঘাত হানে। লুইজিয়ানায় শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন রয়েছে। 

Share this news on: