তুমুল লড়াইয়ে পানশির 'দখল' তালেবানের

প্রতিরোধ বাহিনীকে পরাস্ত করে আফগানিস্তানের পানশির তালিবানের দখলে-এমন খবর আফগান মিডিয়া সূত্রে।

বলা হচ্ছে, তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নিয়েছে বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তবে তালেবানবিরোধীরা এই দাবি প্রত্যাখ্যান করেছে। 


গত ১৫ আগস্ট কাবুল দখলের পর এখন পর্যন্ত তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল আফগানিস্তানের এই উপত্যাকা অঞ্চল।

পানশির দখলের বিষয়ে একজন তালেবান কমান্ডার বলেন, মহান আল্লাহর রহমতে পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের অধীনে।

গতকাল শুক্রবার পানশির দখলের পরই কাবুলে বন্দুকের গুলি ছুঁড়ে তা উদ্‌যাপন করেছে তালেবান। এ ছাড়া বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টেও পানশির দখলের কথা তালেবানের পক্ষ থেকে বলা হয়। 


Share this news on: