আবারও টিসিবি'র পণ্য বিক্রি শুরু

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আজ থেকে আবারও খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। পাওয়া যাবে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি। টিসিবি'র এ কার্যক্রম চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত।

টিসিবি'র ট্রাকসেল পয়েন্টে ভোক্তারা সয়াবিন তেল পাবেন ১০০ টাকা লিটারে। এছাড়া মশুর ডাল এবং প্রতিকেজি চিনির দাম পড়বে ৫৫ টাকা। সরকারি সংস্থা টিসিবি'র বিক্রি করা এসব নিত্যপণ্য খোলা বাজারে বেশ চড়া।

বাজারে সয়াবিন তেল প্রতিলিটার ১৪০ থেকে ১৪৫ টাকা। মশুর ডাল মানভেদে ৭৫ থেকে ১৩৫ এবং খোলা চিনি ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে কঠোর বিধি নিষেধ ও জাতীয় শোক দিবস উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম গত ২৬শে জুলাই থেকে শুরু হয়ে ২৬শে আগস্ট শেষ হয়।
 

Share this news on: