সোহেল রানাকে ফেরাতে আজ আবার ভারতে চিঠি দিচ্ছে পুলিশ

রাজধানীর বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সে দেশে রোববার চিঠি পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত চিঠির কোনো উত্তর পায়নি বাংলাদেশ পুলিশ। আরও তথ্য প্রমাণ সংযুক্ত আজ মঙ্গলবার বিকেলে ভারতের দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) আবার চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম।

গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্দায় সেই দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক হন সোহেল রানা।

Share this news on: