মাতৃদুগ্ধ পানে সচেতনতায় হরলিক্স মাদারস গ্রাস

নবজাতকের জন্য মাতৃদুগ্ধ পানের উপকারিতা এবং দুগ্ধদানকারী মায়ের সুস্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসি.এল) এর অন্যতম ব্র্যান্ড হরলিক্স মাদারস প্লাস।

এ বছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১' এর প্রতিপাদ্য ছিলো মাতৃদুগ্ধদান সুরক্ষায় সকলের সম্মিলিত দায়' (প্রটেক্ট ব্রেস্টফিডিং: এ শেয়ারড রেসপনসিবিলিটি)।

এই প্রতিপাদ্যের সাথে সঙ্গতি রেখে মাতৃদুগ্ধ পানে গড়ি সহায়ক পরিবেশ' স্লোগানে মাসব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করেছে 'হরলিক্স মাদার' সপ্লাস' ।

কর্মসূচির অংশ হিসেবে ছিল বিভিন্ন জন-সচেতনতামূলক অনুষ্ঠান এবং ওয়েবিনারের আয়োজন। পাশাপাশি দুগ্ধদানকারী মায়েদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারী পরামর্শ গ্রহণের ব্যবস্থাও করেছে ব্র্যান্ডটি।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সচেতনতা ও দিক নির্দেশনামূলক একাধিক ডিজিটাল ভিডিও প্রকাশ করা হয়েছে, যেগুলোতে চিকিৎসক, পুষ্টিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব সহ সমাজে ইতিবাচক প্রভাববিস্তারকারী ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন।

Share this news on: