দুর্গাপূজায় ২০ লাখ কেজির বেশি ইলিশ যাচ্ছে ভারতে

দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিচ্ছে সরকার। ঢাকা থেকে কলকাতায় যাচ্ছে দু’হাজার আশি মেট্রিক টন ইলিশ। ধাপে ধাপে ওই ইলিশ পশ্চিমবঙ্গে যাবে বলে জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

এ নিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে সচিবালয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে বলে জানিয়েছে সরকার।

দেশের ৫২টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ৪০ মেট্রিকটন করে ইলিশ রপ্তানি করতে পারবে।


সোমবার জারি করা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে কিছু প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।

অনুমতি দানের তারিখ থেকে শুরু করে ১০ই অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করা যাবে।

Share this news on: