পুলিশের আচরণে ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন

পুলিশের আচরণে ক্ষিপ্ত হয় রাজধানীতে এক মোটরসাইকেল চালক নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন। 

সোমবার সকালে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এই ঘটনা দেখা যায়।

নিজের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া যুবক শওকত আলম সোহেল একজন পাঠাও চালক। তার পরিচয় সম্পর্কে আরও বিস্তারিত জানা যায়নি। 

বাড্ডা থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য  থানায় নিয়ে গেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শওকত নিজেই পাঠাও চালক। সকালের লিংক রোড এলাকায় পুলিশ সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময়, সে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন ধরিয়ে দেয়।

এর আগেও পল্টন এলাকায় তার মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় নিয়ম অনুযায়ী সে মামলা হয়েছিল।

তবে কী কারণে সে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে, বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

পাঠাও চালক এখন পুলিশ হেফাজতে রয়েছে।

থানার ওসি আবুল কালাম আরও বলেন, তাকে আটকের জন্য আমরা থানায় নিয়ে আসিনি বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য নয়। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি ।

শওকত আলীর বরাত দিয়ে ওসি বলেন,‘ ছোট ব্যবসা ছিল তার। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে। গত ২-৩ মাস ধরে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি।
এদিকে, শওকত আলীর মোটরসাইকেলে আগুন দেওয়ার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাটি দুঃখজনক বলেছেন অনেকেই।

Share this news on:

সর্বশেষ