প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারাদেশে গণটিকা কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে চলছে গণটিকা কর্মসূচি। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সকাল নয়টা থেকে একযোগে এই কার্যক্রম শুরু হয়। এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ৭৫ লাখ ডোজ টিকা দেয়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিবন্ধনধারীদের মধ্য থেকে সিটি কর্পোরেশন এলাকায় কাউন্সিলররা প্রতি ওয়ার্ডে দেড় হাজার জনের তালিকা করেছেন। তালিকাভুক্তরা টিকা কার্ডসহ গিয়ে বাসার নিকটবর্তী বুথে টিকা নিতে পারবেন। তালিকাভুক্তদের বাইরে টিকা গ্রহণের সুযোগ পাবেন না। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা তালিকাভুক্তিতে অগ্রাধিকার পাবেন। 

জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯টি কেন্দ্রে টিকা ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আজ ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত সব কেন্দ্রে টিকা কার্যক্রম চলবে।

Share this news on:

সর্বশেষ