নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু, আরও ১৪ দিন সময় পেল বিটিআরসি

আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে নিবন্ধনহীন অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তবে পোর্টাল বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশ পালনে আরও দুই সপ্তাহ সময় পেয়েছে বিটিআরসি। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।


গত ১৪ সেপ্টেম্বর অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন আদালতে আদেশের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাইকোর্ট।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, হাইকোর্টের অর্ডার যেহেতু পেয়েছি সিদ্ধান্ত নিতেই হবে। এর প্রেক্ষিতে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করার কাজ শুরু করেছে বিটিআরসি। এটা আরো আগেই করা উচিত ছিল। তবে আমরা আজ থেকে অননুমোদিত সাইটগুলো বন্ধ করার কাজ শুরু করেছি।
'কতগুলো সাইট বন্ধ হয়েছে' জানতে চাইলে তিনি বলেন, বেশ কিছু সাইট বন্ধ হয়েছে।

এদিকে  বিকেলে নিবন্ধিত বেশ কিছু পোর্টালও ব্লক করে দেওয়া হয়েছিল। এর মধ্যে বাংলানিউজ ও বিডিনিউজ ছিল। তবে পরে আবার সেগুলো খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, হয়তো বা ভুলবশত বন্ধ করে ফেলছে।

Share this news on:

সর্বশেষ