শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষার ফি ১৬০০ টাকা

প্রবাসী ও বিদেশগামীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার খরচ ১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বিমানবন্দরে ছয়টি কোম্পানির বসানো আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার জন্য একেকটি প্রতিষ্ঠান একেক ধরনের খরচ নির্ধারণ করেছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে সব প্রতিষ্ঠানকে একই খরচে নমুনা পরীক্ষা করতে হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগমের সই এক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাব কার্যক্রম শুরু করার এবং টেকনিক্যাল কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতিটি পরীক্ষার জন্য এক হাজার ৬০০ টাকা মূল্য নির্ধারণের অনুমতি দেওয়া হলো।

Share this news on: