৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশজুড়ে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। এ ছাড়া সপ্তম ধাপে ১০টি পৌরসভায় নির্বাচন ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৮৬তম সভা শুরু হয়। সভায় আসন্ন এসব নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Share this news on: