ঢাবি ভর্তি পরীক্ষায় ৭১৪৮ আসনের জন্য লড়বে ৩,২৪,৩৪০ জন

আগামীকাল (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। প্রথম দিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 'ক' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে পুনরায় এ তথ্য নিশ্চিত করেন। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে গোয়েন্দা সংস্থার আশ্রয় নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এবার প্রথমবারের মতো ঢাবি ক্যাম্পাস ও ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ৭টি বিভাগের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া হবে। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এবং জেনারেল এডমিশন কমিটি এ সিদ্ধান্ত নেয়। 

এবার ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে অংশ নেবেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪৬ জন শিক্ষার্থী। 

২, ৯, ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে 'খ', 'চ', 'গ', 'ঘ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share this news on:

সর্বশেষ