ওমানে স্লাইকোন হচ্ছে, টাইগারদের রাতের ওমান যাত্রা নিয়ে শঙ্কা, সরাসরি বিমানবন্দর থেকে

বিশ্বকাপের বিমানে ওঠার আগে নিজেদের আশা, স্বপ্নের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের জন্য ভালো একটি সুযোগ এই বিশ্বকাপে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি আর ধারাবাহিক থাকতে পারি। সর্বশেষ কয়েকটা সিরিজে যে ক্রিকেট খেলেছি সেই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলতে পারি, ভালো কিছু করা সম্ভব। আর প্রত্যাশা তো থাকবেই। কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা তখনই পূরণ করতে পারব, যখন আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারব।’ 

মাহমুদউল্লাহ তার পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দলের ভাবনা সম্পর্কে জানান, ‘গ্রুপ পর্বের যে ম্যাচগুলো (বাছাই পর্ব) আছে, ধাপে ধাপে আমাদের আগাতে হবে। যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাইপর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু আগের বিশ্বকাপগুলোয় আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই। চেষ্টা করব এবার যেন সে দেয়াল ভাঙতে পারি(ভালো করতে না পারা)।

Share this news on: