৬ ঘণ্টা পর ফিরেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম

বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সার্ভার প্রায় ৬ ঘন্টা ডাউন ছিল। এসময় ব্যবহারকারীরা কোন কিছু আপলোড ও ম্যাসেজ সেন্ড করতে পারেননি।

বাংলাদেশ সময় রাত পৌনে দশটা থেকে ফেসবুকের মালিকানাধীন এই তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যায়। এরপর ৬ ঘন্টা পর স্বাভাবিক অবস্থায় ফিরে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রম।

বাংলাদেশ সময় ৫ অক্টোবর (মঙ্গলবার) ভোররাত সাড়ে চারটার দিকে রাত একটি টুইট বার্তায় ফেসবুকসহ অন্যমাধ্যমগুলোর সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ। 

ফেসবুকের কো-ফাউন্ডার মার্ক জাকারবার্গ অ্যাপগুলো ফের সচল হওয়ার বিষয়টি তার ফেসবুক পেজেও প্রকাশ করেন। 

ফেসবুক বন্ধ থাকায় ব্যবহারকারীরা যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন।

ব্যবহারকারীরা ফেসবুক পেজে প্রবেশের পর আর লোড হচ্ছে না বা মেসেঞ্জারে কোন বার্তা সেন্ড করা যাচ্ছিল না।

Share this news on: