অ্যাপসভিত্তিক অবৈধ সুদি চক্রের ৫ সদস্য আটক নিয়ে যা বলছে ডিবি, সরাসরি

ডিজিটাল মাইক্রোফাইন্যাদের নামে অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ধানমন্ডি, বনানী এবং মিরপুর এলাকা হতে তাদেরকে আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- ১। ইমানুয়্যাল এডওয়ার্ড গোমেজ, ২। আরিফুজ্জামান, ৩। শাহিনুর আলম ওরফে রাজীব, ৪। শুগোমেজ ও ৫। মোঃ আকরাম। 

এসময় তাদের হেফাজত হতে ১টি এলিয়ন গাড়ি, ০৯ টি মোবাইল ফোন, ০৯ টি সিম কার্ড, ৪ টি ল্যাপটপ ও ৪ টি বিভিন্ন ব্যাংকের চেক বহি উদ্ধারমূলে জব্দ করা হয়।

উল্লেখ্য, অনলাইন অ্যাপস যেমন; Tkala Personal Loans Online (Tkala. Thala-0430), Cashman (Cashman-0514, Cashman-0326), RapidCash - Quick Online eLoans App,
AmarCash Personal Loans Online, Cashkash Fast Loans Online, ও CashCash এর মাধ্যমে জামানতবিহীন লোন দেওয়ার নামে চলে মাত্রাতিরিক্ত সুদের কারবার।

এ সকল অ্যাপসগুলোর সার্ভার চায়নাতে অবস্থিত এবং এগুলো মূলতচায়না থেকে পরিচালিত হয়।

কিছু চাইনিজ নাগরিক বাংলাদেশি নাগরিকের সহায়তায় বর্ণিত অ্যাপসগুলোর মাধ্যমে জামানতবিহীন স্বল্প সুদে লোন প্রদান করার নামে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক আকৃষ্ট করে। তাদের বিজ্ঞাপনে আকৃষ্ট করার পর স্বল্প সুদের পরিবর্তে উচ্চ হারে সুদ প্রদানের মাধ্যমে প্রতারিত করা হচ্ছে।

Share this news on: