পর্যটকদের জন্য খুলছে ভারত

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ভারত। করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১৫ অক্টোবর বিদেশী পর্যটকদের জন্য খুলছে দেশটি।

চার্টার্ড ফ্লাইট নিয়ে পর্যটন ভিসায় ১৫ অক্টোবরের পরই ভারতে যাওয়া যাবে। তবে বাণিজ্যিক ফ্লাইটে পর্যটক ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ১৫ নভেম্বর পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক দাপ্তরিক আদেশে এ কথা জানায়। এতে আরো বলা হয়, সামগ্রিকভাবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভিসা ও আন্তর্জাতিকভাবে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা শিথিল করা হয়েছে। তবে বিদেশি পর্যটকদের কোনোভাবেই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Share this news on: