ঢাবি 'চ' ইউনিটে প্রতি ১১৫ জনে ১ জনের সুযোগ

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় এ ইউনিটের বহুনির্বাচনি অংশের পরীক্ষার কার্যক্রম শুরু হয়।

'চ' ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪৯৬টি। প্রতি আসনের জন্য লড়েছেন ১১৫ জন।

ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয় ১ অক্টোবর। মোট পাঁচটি ইউনিটে ৭,১৪৮ টি আসনে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন ৩,২৪,৩৪০ জন শিক্ষার্থী। ইতোমধ্যে ১ ও ২ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিট ও কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 'ক' ইউনিটে ১,৮১৫টি আসনে পড়ার সুযোগ পেতে আবেদন করেছিলেন ১,১৭,৯৫৭ জন শিক্ষার্থী। 'খ' ইউনিটে ২,৩৭৮টি আসনের বিপরীতে আবেদন জমা হয়েছিল ৪৭,৬৩২ টি। আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা। সেখানে যথাক্রমে ১,২৫০টি ও ১,৫৭০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৭,৩৭৪ ও ১,১৫,৮৮১ জন শিক্ষার্থী।

Share this news on: