চট্টগ্রাম বিমানবন্দরে ৯.২৮ কেজি স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মী গ্রেফতার,সরাসরি........

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৮০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। বিমানবন্দর কাস্টমস ও এন এস আই যৌথ অভিযান চালিয়ে শনিবার সকালে এই স্বর্ণের বার উদ্ধার করে। শনিবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এই স্বর্ণের চালানটি আসে।

সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী বেলাল এই চালানটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরের বাথরুম থেকে এই বার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দার লোকজন ধাওয়া করে বেলাল উদ্দিনকে আটক করেন।

এসময় তার কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা স্বর্ণের ওজন প্রায় ১০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। আটক সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী বেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Share this news on: