জাবি অধ্যাপক নাট্যকার আফসার আহমেদ আর নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমদ (৬২) আর নেই। শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি সোমা মুমতাজ। তিনি বলেন, আফসার আহমেদ তার এক সাবেক শিক্ষার্থীর আর্শীবাদে অংশ নিতে খুলনায় গিয়েছিলেন।

আর্শীবাদের অনুষ্ঠান শেষে শনিবার সকালে যশোর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে নামার পর তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য সেখান থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য এবং বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

অধ্যাপক আফসার আহমেদ একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন। তিনি ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন।

Share this news on: